মেহেরপুর নিউজ:
ইভটিজিং, মাদকমুক্ত সমাজ গড়তে এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করতে যুবসমাজকে এগিয়ে নিতে ফুটবল বিতরণ করেছেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম ।
বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা পরিষদ মিলনায়তন মেহেরপুর সদর উপজেলার টুঙ্গী ক্লাবের খেলোয়ারদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুস সালাম উপস্থিত থেকে ফুটবল বিতরণ করেন। এ সময় জেলা পরিষদের সদস্য শাহানা ইসলাম শান্তনা সেখানে উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন, ইভটিজিং, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার জগতকে শক্তিশালী করতে আমি কাজ করে যাব।