মেহেরপুর নিউজ:
মেহেরপুরে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম মেহেরপুরের গাংনী থানা বার্ষিক পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকালের দিকে পুলিশ সুপার গাংনী থানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, অপমৃত্যু মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল ও নন-এফআইআর প্রসিকিউশন দাখিলে দিক-নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার, জনবান্ধন পুলিশী কর্মকাণ্ডের প্রতিচ্ছবিস্বরূপ নিয়মিত কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা, ওপেন হাউজ ডে সভা এবং বিট পুলিশিং সচেতনতামূলক সভা, উঠান বৈঠকের উপর গুরুত্বারোপ করেন।
এর আগে পুলিশ সুপার রাফিউল আলম গাংনী থানায় এসে পৌঁছালে গাংনী থানা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। পুলিশ সুপার মোঃ রাফিউল আলম সালাম গ্রহণ করেন। অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এ সময় সেখানে উপস্থিত ছিলেন।