সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না–রাজিউন)। রফিকুল সাহারবাটী ইউনিয়নের ভােমরদহ গ্রামের বিলপাড়ার মৃত মােছাব উদ্দীনের ছেলে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে স্ট্রােকজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়,রফিকুল ইসলাম কয়েকদিন যাবত শরীরের হার্ডজনিত কারণে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে স্ট্রােক করেন। এ েসময় পরিবারের লােকজন তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার এমকে রেজা তাকে মৃত ঘােষণা করেন।
ডাক্তার এমকে রেজা জানান,রফিকুল ইসলাম হাসপাতালে পৌঁছানাের আগেই মারা গেছেন। এদিকে,রফিকুল মেম্বারের মৃত্যুতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শােক প্রকাশ করেছেন।
শুক্রবার (১৮ আগস্ট) বাদ যােহর ভােমরদহ বিলপাড়া গােরস্থান চত্বরে তার জানাজা শেষে ওই গােরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে তার পরিবার।