সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রাধাগােবিন্দপুর ধলা গ্রামে কৃষকলীগের উদ্যােগে সরকারের নানামুখী উন্নয়নের ডিজিটাল প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাধাগােবিন্দপুর ধলা গ্রামের মােল্লার মােড়ে প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কাথুলী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রেজাউর রহমান রেজা।
বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য,মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনােনয়ন প্রত্যাশী ওয়াসিম সাজ্জাদ লিখন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হাসিব,সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবীব,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন।
কাথুলী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক স্বাধীন আলীর সঞ্চালনায়- বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের প্রচার সম্পাদক রুবেল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইকবাল হােসেন,ছাত্রলীগ নেতা মজিবুল হক মানিক,কাথুলী ইউনিয়ন পরিষদের মেম্বার ফারুক হােসেন,মহিলা মেম্বার জােসনা খাতুন,ছাত্রীগ নেতা নাহিদ হােসেন,স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক,আব্দুল হামিদ,ছাত্রলীগ নেতা জামিল হােসেন,কৃষকলীগ নেতা আমজাদ হােসেন,গােলাম হােসেন, আসমত আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত কয়েক হাজার মানুষ।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই, আজ দেশে উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার উন্নয়ন প্রচারের জন্য এইখানে সীমিত লােকজন নিয়ে উঠান বৈঠকের কথা ছিল। কিন্তু এখানে এসে দেখছি জন সমাবেশে পরিণত হয়েছে। এ থেকেই প্রমাণিত হয় যে,সরকারের প্রতি মানুষের পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু দেশ বিরােধী বিএনপি-জামায়াত দেশ সম্পর্কে নানা রকম অপপ্রচার চালাচ্ছে। এসব অপকর্মকে রুখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
কৃষকলীগ নেতা ওয়াসিম সাজ্জাদ লিখন ক্ষােভ প্রকাশ করে আরাে বলেন,অনেকেই সরকারের সকল সুযােগ-সুবিধা গ্রহণ করে খাইছে । কিন্তু গাইছেনা। অথচ, যারা খাইছেনা,কিন্তু জননেত্রী শেখ হাসিনাকে ভালবেসে গাইছে।