মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজিব হাসান মেহেরপুর সদর উপজেলা আশরাফপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন।
মঙ্গলবার সকালের দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিব হাসান আশরাফপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় তিনি ক্লিনিকের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
বাংলাদেশ গত দুই দশকে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়সমূহে প্রতিবেশী ও বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশগুলির তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কমিউনিটি ক্লিনিক (সরকারের পতাকাধারী বা ফ্ল্যাগশিপ অর্থাৎ নেতৃত্বদানকারী গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম)।কমিউনিটি ক্লিনিক থেকে ইউনিয়ন পর্যায়ে বিনা মূল্যে ২৭ ধরণের ঔষধ প্রদান, প্রাইমারি হেলথ কেয়ার ও রোগী রেফার করা হয়।