মেহেরপুর নিউজ:
‘গাছ লাগান পরিবেশ বাঁচান” এই প্রতিপাদকে সামনে রেখে ডিবিএল সিরামিক লিমিটেডের উদ্যোগে খান ট্রেডিং মেহেরপুরের সহযোগিতায় গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসরাইল হোসেন চারা বিতরণের উদ্বোধন করেন।
চারা বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সেরফুল ইসলাম, সহকারী শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ মিরাজুল ইসলাম, মোহাম্মদ আক্কাস আলী, মোঃ জহিরুল ইসলাম, মোহাম্মদ ফুরকান আলী, মোঃ রুহুল আমিন, মোছাঃ তমজিদা পারভীন, ডিবিএল এর প্রতিনিধি এনাম ও জামাতুল।