গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে মোটর সাইকেল চুরির সময় মানিক হোসেন (৩৮) নামের এক চােরকে আটক করেছে স্থানীয় জনতা। এসময় গণধােলাই শেষে তাকে পুলিশে সাের্পদ করা হয়। আটককৃত মানিক কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা গ্রামের মজনু হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, গাংনী পৌর এলাকার শিশিরপাড়া গ্রামের আশরাফুল ইসলাম তার হিরোহোন্ডা স্পিলিন্ডার মোটর সাইকেল (মেহেরপুর-হ-১১- ৫১৫৯) শহরের হাসিনা মেডিকেলের সামনে রেখে বাজার করতে যান। এসময় মোটরসাইকেলটি মাস্টার চাবি দিয়ে স্ট্যাট দেওয়ার চেষ্টা করে মানিক। বিষয়টি টের পেয়ে মোটরসাইকেল মালিকসহ স্থানীয় লোকজন তাকে আটক করে।
পরে তাকে গণধোলাই দিয়েপুলিশে সোপর্দ করে। গাংনী থানার ওসি আব্দুর মোটরসাইকেল মালিক বাদী হয়ে মামলা দিলে, আইনগত ব্যবস্থা নেয়া হবে।