মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে পূর্বে সতর্ক করা সত্বেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্য বিহীন পন্য বিক্রয়ের অপরাধে ৩ প্রতিষ্ঠানের মালিকের জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা বাজারে এ অভিযান চালানো হয়। জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযানে চিৎলা বাজারে মেসার্স মিন্টু স্টোরে তদারকিতে পুর্বে সতর্ক করা সত্বেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্য বিহীন পন্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স আনারুল স্টোরকে ৩৭ ও ৩৮ ধারায় ২ হাজার টাকা, মেসার্স আসিফ এন্টারপ্রাইজ নামক সার-কীটনাশক বিক্রয় প্রতিষ্ঠানকে সারের মুল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় করার অপরাধে ৩৮ ও ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক এবং মেহেরপুর পুলিশ লাইনের সদস্যরা উপস্থিত ছিলেন।