সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনীতে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেনতামূলক আলােচনা সভা ও র্যালি অনুষ্ঠানটি হয়েছে।
বৃহস্পতিবার গাংনী উপজেলা প্রশাসন ও র্যালীর আয়ােজন করে। এদিন সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা শহরে শহরে একটি র্যালি প্রদিক্ষণ হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদনআলী। এসম বক্তব্য রাখেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দরা।