মেহেরপুর নিউজ:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দুঃস্থ নারী ও শিশু কল্যাণ তহবিল থেকে নারী-শিশুর দুরারোগ্য রোগ, বার্ধক্যজনিত চিকিৎসা ও শিক্ষা সহায়তার আর্থিক অনুদানপ্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় ও দু:স্থ মহিলাদের আর্থিক অনুদান প্রদান করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান উপস্থিত থেকে অসহায় ও দু:স্থ মহিলাদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় ও দুঃস্থ মানুষের উন্নয়নে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম বাস্তবায়ন করছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহিলাদের প্রতি মাসে ভাতা প্রদান করছে। এছাড়া নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।