মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ মার্চ:
মেহেরপুর জেলা শহরের কোর্ট মোড়ে ও গাংনীর চেংগাড়া মোড়ে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় রিকসাচালক ও এক বিক্রয় প্রতিনিধি আহত হয়েছে। আহতরা হচ্ছে,গাঁড়াবাড়িয়ার মৃত রাহাতুল্লাহ শেখ এর ছেলে রিকসাচালক মালেক(৩৫) এবং আলেয়া ষ্টোরের বিক্রয় প্রতিনিধি শহরের বড় বাজারের সাদেক আলীর ছেলে আলম। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়,রোববার দুপুরের দিকে রিকসাচালক মালেক বাসষ্ট্যান্ড থেকে রিকসা চালিয়ে বামনপাড়ার দিকে যাচ্ছিল। সে কোর্ট মোড় এলাকা ক্রস করার সময় অপরদিক থেকে আসা একটি দ্রুতগামী মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে তার রিকসার ওপর উঠিয়ে দেয়। এতে সে মারাত্ক আহত হয় এবং রিকসা ভেঙ্গে যায়। এসময় রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
অপরদিকে কুষ্টিয়া থেকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেল যোগে বিক্রয় প্রতিনিধি আলম বাড়ি ফেরার পথে গাংনী উপজেলার চেংগাড়া নামক স্থানে মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা মারে। তাৎক্ষনিকভাবে সড়কে চলমান লোকজন তাকে উদ্ধার মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
