মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মার্চ:
মেহেরপুরের পুলিশ মেহেরপুর শহরের বড় বাজার এলাকা থেকে চুরি হওয়ার প্রায় ১০ দিন পরে এক চোরকে আটক করে চুরি যাওয়া মোবাইল ও সীমকার্ডসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে।
শুক্রবার মেহেরপুর শহরের ফৌজদারীপাড়া থেকে চোরকে আটক ওই সব মালামাল উদ্ধার করা হয়।
জানা গেছে, গত ২৮ ফেব্রয়ারী রাতে মেহেরপুর শহরের বড়বাজার এলাকার মাহিন নামের একটি দোকারের তালা ভেঙে সংঘবদ্ধ চোরের দল মোবাইল, সিমকার্ড ও ব্যাটারিসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় মেহেরপুর সদর থানায় অভিযোগ দায়ের করা হয়। এদিকে চুরি যাওয়া মোবাইল সিমের নম্বর ধরে মেহেরপুর পুলিশের টি এস আই নজরুল এবং এস আই আমির হোসেনের নেতৃত্বে শুক্রবার মেহেরপুর শহরের ফৌজদারীপাড়া থেকে আব্দুল হাকিম বাবলুর ছেলে এনায়েত করিম তরুনকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার সকালে পুলিশ তার বাড়ি থেকে ৯ টি মোবাইল ফোন, বেশ কিছু সিমকার্ডসহ চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধার করে।