মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মার্চ:
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন বলেছেন, আইন-শৃংখলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করা উচিত। তা না হলে পুলিশের একার পক্ষে আইন-শৃংখলা রক্ষা করা সম্ভব নয়। তিনি বলেন, বর্তমান সরকার যে অঙ্গিকার নিয়ে ক্ষমতায় এসেছিল সে অঙ্গিকার মোতাবেক কাজ করে যাচ্ছে।
সংসদ সদস্য মোঃ জয়নাল আবেদীন শুক্রবার বিকেলে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত আইন-শৃংখলা রক্ষা সংক্রান্ত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন।
মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা আব্দুল্লা হেল বাকি, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক আক্কাচ আলী, অ্যাড. কাজি শহিদ। বক্তব্য রাখেন মুজিবনগর থানার ওসি জিয়াউল হক, ইউপি সদস্য মেহেদী হাসান রোকন, আশরাফুল ইসলাম, সাজেদুল ইসলাম, আসিফ ইকবাল বিদ্যুত, শেখ সাদি প্রমুখ।