মো: আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ মে:
মেহেরপুরে ব্যাঙের ছাতার মত রাতারাতি গজিয়ে উঠছে মাইক্রো ক্রেডিট নামে অর্থ লেনদেনের ব্যাংকিং ব্যাবসায়িক প্রতিষ্টান। একটি বাহারী সাইনবোর্ড, ভাল সাজসজ্জা সম্বলিত একটি অফিস ঘর এবং শিক্ষাগত যোগ্যতার চাইতে ভাল বাচনভঙ্গি সম্পন্ন যোগ্যাতাকে প্রধান্য দিয়ে কিছু স্টাফ নিয়োগ করে আর্ভিভাব ঘটছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলি।
অথচ, এই সমস্ত প্রতিষ্টানগুলির কারো কারো সমবায় লাইসেন্স থাকলেও এনজিও ব্যুরোর কিংবা কেন্দ্রীয় ব্যাংকের কোন অনুমতিপত্র নেই। এমনকি কোন কোন প্রতিষ্টানের সমবায় লাইসেন্স পর্যন্ত নেই। প্রতিষ্টানগুলি উচ্চ সুদের প্রলোভন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাতা হাতিয়ে নিচ্ছে। প্রতিষ্ঠানগুলির মালিক বা পরিচালকদের সামজিক ও ব্যাবসায়িক গ্রহণযোগ্যতা নিয়ে সচেতন মহলে যথেষ্ট সন্দেহ ও আপত্তি রয়েছে। দেখা গেছে- এক সময় এনজিও করে, অর্থ লুটপাট করে দীর্ঘদিন আত্বগোপনে থাকা ব্যাক্তিরা আবারও সাধারণ সরল মানুষের অর্থ হাতিয়ে নিতে এমন প্রতিষ্টান ফেঁদে বসেছেন।
যে কোন সময় সাধারণ মানুষের গচ্ছিত অর্থ নিয়ে প্রতিষ্টানগুলি রাতারাতি লাপাত্তা হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে অভিজ্ঞ মহল। এই সমস্ত প্রতিষ্ঠানগুলির ব্যাবসায়িক অনুমোদন আছে কিনা, কিংবা প্রতিষ্টানগুলি কি কার্যক্রম চালাচ্ছে- তা নিয়ে জেলা প্রশাসন এবং গোয়েন্দা বিভাগের কোন তৎপড়তা আছে কি ?
মেহেরপুর জেলা সমবায় অফিসের রেজিস্ট্রেশনে ২১২টি সমিতি মাইক্রো ক্রেডিট ব্যবসা চালিয়ে যাচ্ছে জোরে সোরে। যেকোন সময় এসব প্রতিষ্ঠান লা-পাত্তা হবার আশংকা করছে অনেকেই। জেলা প্রশাসক এসব প্রতিষ্ঠান কিভাবে চলছে তা জানতে সমবায় অফিসকে নির্দেশ দিয়েছে।
নিয়ম রয়েছে সমিতির নির্বাহী ও সাধারণ সদস্যদের মধ্যেই ক্ষুদ্রঋণ প্রদান করে দুস্থ সদস্যকে সম্বলিত করা হবে। কিন্তু নতুন নতুন সদস্য সংগ্রহ করে এসব সমিতিগুলো ব্যবসায়ীদের লাখ লাখ টাকা ঋণ প্রদান করছেন। মাত্র দু‘তিন বছর আগে এসব প্রতিষ্ঠান সাকুল্যে একলাখ টাকা নিয়ে ঋণ কার্যক্রম শুরু করে। এই সময়ের মধ্যে আঙ্গুল ফুলে কলাগাছের মতো অবস্থা তাদের। এখন তারা লাখ লাখ টাকা ঋণ প্রদান করছে সমিতির বাইরের ব্যবসায়ীদের সদস্য করে। একই সাথে সমিতিগুলো মাত্র ছয় বছরে টাকা দ্বিগুণ করে দেবার প্রচারপত্র বিলি করে ফিরছে। তাদের ফাঁদে পড়ে লোকজন হুমড়ি খেয়ে টাকা জামানত রাখছে ওইসব প্রতিষ্ঠানে। এছাড়া একলাখ টাকায় প্রতিমাসে দুই হাজার টাকা করে নগদ মুনাফা প্রদান করছে। অনেকে ব্যংক থেকে টাকা তুলে নিয়ে ওইসব সমিতিতে জমা করছে।
মেহেরপুর জেলা এনজিও সমিতির বৈঠকে এনজিওগুলো জেলা প্রশাসনকে এসব সমিতির অবৈধ্য কার্যক্রম বন্ধের অনুরোধ করেন। জেলা প্রশাসক সাহান আরা বানু স্থানীয় সমবায় অফিসকে নির্দেশ দিয়েছেন তাদের অনুমোদনে কিভাবে এসব সমিতিগুলো কার্যক্রম চালাচ্ছে তা দেখার জন্য। লোকাল ডিসে তারা এসব মুনাফা প্রদানের বিজ্ঞাপনও প্রদান করছে।
সরেজমিনে মেহেরপুর জেলা শহর ঘুরে দেখা গেছে আইডিয়াল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, এভারগ্রীণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, সততা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, ভৈরব সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, সোনার বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, উপকার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, উদ্যোগ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, সূর্যদয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, উল্কা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, উল্কা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, জনতা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি, সপ্নচুড়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, মার্কেন্টাইল কো-অপারেটিভ সোসাইটি, রূপসী বাংলা কো-অপারেটিভ সোসাইটি সহ অজস্র সাইনবোর্ড টানিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এ চিত্র শুধু মেহেরপুর শহরেই নই গ্রামগুলোতেও গেলে চোখে পড়ে। প্রতিটি গ্রামেই এদের এজেন্ট আছে। এজেন্টরা নির্দিষ্ট একটি কমিশনের মাধ্যমে কাজ করছে। গাংনী উপজেলার ব্যবসা বন্দর বলে পরিচিত বামুন্দি বাজারকে এখন স্থানীয় লোকে বলে মাইক্রো ক্রেডিটের রাজধানী। গেলে দেখা যাবে, নাম না জানা অসংখ্য মাইক্রো ক্রেডিট ব্যাবসার বাহারী অফিস। জানা গেছে- অনেক মাইক্রো ক্রেডিট এর কেন্দ্রীয় অফিস এই বামুন্দীতে। এদের অর্থের উৎস কি- এর স্বচ্ছতা নিয়ে অভিযোগ রয়েছে স্থানীয়দের।
এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মেহেরপুর এনজিও সমন্বয় কমিটি। এই কমিটির একাধিক সভায় জেলা মাইক্রো ক্রেডিট এর আড়ালে চড়া সুদে ব্যাংকিং লেনদেনের মাধ্যমে লক্ষ লক্ষ টাতা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং সমবায় কর্মকর্তারা এই ব্যাপারে ব্যাবস্থা নেবেন বলে জানালেও রহস্যজনক কারণে এখনও কোন ব্যাবস্থা নেননি।
জেলা সমবায় অফিসার আবদুস সামাদ মোহাম্মদ ফারুখ (ভারপ্রাপ্ত) বলেন কিছু ত্রুটি বিচ্যুতি আছে। নিয়ম বহির্ভতভাবে কেউ কেউ ঋণদান কার্যক্রম করছে। যারা নিয়ম বহির্ভূতভাবে ঋণদান কার্যক্রম চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

