মেহেরপুর নিউজঃ
মহান মে দিবস এবং পেশাগতা স্বাস্থ্য ও সেইফটি দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও অনুষ্ঠিত র্যালি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম-পরিদর্শক আবুল হাসেম।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানার সঞ্চালনা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোঃ ইনজামামুল হক, জেলা ট্রাক ট্রাংকলরি কাভার্ডভ্যান (দাহ পদার্থ ব্যাতিত) শ্রমীক ইউনিয়নের সভাপতি এস এম আকিব হোসেন, জেলা রং তুলি শ্রমীক ইউনিয়নের সভাপতি মিয়ারুল ইসলাম,জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শহিদুল ইসলাম,ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের সভাপতি শরীফ উদ্দীন,টাইলস পাইপ এন্ড স্যানেটারী নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মুন্না, মেহেরপুর সদর উপজেলা রিক্স ও ভ্যান চালক সমিতির সহ-সভাপতি জাফর আলী প্রমুখ।
এদিকে এর আগে মহান মে দিবস ও জাতীয় পেশাগতা স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরির মোড় থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন পোড়ানো হয়। র্যালিতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, সহকারি কমিশনার সাজেদুল ইসলাম, আবিদ আনসারী, হাবিবুর রহমান, শাকীর আহম্মেেদ,সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, মেহেরপুর জেলা ট্রাক ট্রাংকলরি কাভার্ডভ্যান (দাহ পদার্থ ব্যাতিত) শ্রমীক ইউনিয়নের সভাপতি এস এম আকিব হোসেন প্রমূখ।