মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ক্রীড়া অফিস উদ্যোগে আগামী ৪ মে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অনূর্ধ্ব-১৪ অ্যাটলেটিক প্রশিক্ষণের জন্য খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হবে।
অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অনূর্ধ্ব-১৪ অ্যাটলেটিক প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী বালক বালিকাদেরকে আগামী ৪ মে রবিবার সকাল ৯ টায় স্টেডিয়াম মাঠে উপস্থিত হওয়ার জন্য জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা অবশ্যই ২০০৯ সালের ৩১ ডিসেম্বরের পরে জন্মগ্রহণকারী হতে হবে, অনূর্ধ্ব-১৪ এ্যাথলেটিক্স প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা অবশ্যই ৩১ ডিসেম্বর ২০১০ সালের পরে জন্মগ্রহণকারী হতে হবে।
একই সাথে প্রশিক্ষণে অংশগ্রহণকারীকে অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন ও ছবিযুক্ত যে কোন একটি একাডেমিক রেজিষ্ট্রেশন কার্ড/ প্রবেশপত্র এর কপি সাথে আনতে হবে।মেহেরপুর জেলা কেরাফের আরিফ আহমেদ জানান, মেহেরপুরের খেলাধুলার মান উন্নয়নের লক্ষ্যে অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অনূর্ধ্ব-১৪ অ্যাটলেটিক প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।