মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাবার সহ বিভিন্ন পন্য রাখার অভিযোগে ৩ ব্যবসায়ীর নিকট থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের সেভেন সেন্স রেস্টুরেন্ট, শর্মা ফুড প্লাজা, এবং মেসার্স বিক্রমপুর ট্রেডার্সের গোডাউনে অভিযান চালানো হয়।
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযানে মেহেরপুর শহরের মহিলা কলেজ মোড় এলাকায় সেভেন সেন্স রেস্টুরেন্টে নাম পরিচয়বিহীন পণ্য পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর ৩৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরপর পার্শ্ববর্তী শর্মা ফুড প্লাজায় বার্গার ও স্যান্ডউইচ ব্যবহার করা পাউরুটিতে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় এবং কোম্পানির নাম পরিচয় থাকা পণ্য রাখার অপরাধ একই আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে মেহেরপুর শহরে নীলমনি সিনেমা হল পাড়ায় বিক্রমপুর স্টেডার্স এর গোডাউনে নাম পরিচয় বিহীন বিভিন্ন মালামাল রাখার অপরাধ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।