মেহেরপুর নিউজ:
মেহেরপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা পরিষদের মিলনায়তনে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। পরে সেখানে কেক কাটা হয়। এদিকে এর আগে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ জেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন করেন।
যুদ্ধে কাতর দুস্থদের সেবার উদ্দেশ্যে ১৮৬৩ সালে যাত্রা শুরু হয়েছিল রেডক্রস বা রেড ক্রিসেন্টের। এর প্রতিষ্ঠাতা ছিলেন সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডুনান্ট। ১৮২৮ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন তিনি। মূলত ১৯১০ সালে তাঁর মৃত্যুর পর তাঁর জন্মদিন ৮মে তারিখে ‘বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট’ দিবস হিসেবে পালন করা শুরু হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। রেডক্রস ও রেড ক্রিসেন্টের কিছু মূলনীতি রয়েছে।