মেহেরপুর নিউজ:
আগামী ১৫ মে থেকে আঁটির আম, বোম্বাই আম, ২২ মে হিমসাগর আম ভাঙ্গা শুরু হবে। একই সাথে ৭ জুন থেকে ল্যাংড়া,১৯ জুন মল্লিকা, ১৭ জুন আম্রপালি,২৩ জুন থেকে ফজলি আম ভাঙ্গা শুরু হবে। বৃহস্পতিবার মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২০২৫ মৌসুমে মেহেরপুর জেলার আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ/ক্যালেন্ডার তৈরির উদ্দেশ্যে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অন্যদের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শামসুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, ইন্সপেক্টর মাসুদুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, মুজিবনগর উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন, বাড়াদী বিএডিসি খাবারের অতিরিক্ত উপ-পরিচালক সাইকুল ইসলাম, মেহেরপুর জেলা আম বাগান মালিক সমিতি সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, মীর জাহাঙ্গীর হোসেন, ওয়াজেদ আলী প্রমুখ বক্তব্য রাখেন। সভায় অপরিপক্ক আমে কীটনাশক কিংবা কার্বাইড মেশানো থেকে বিরত থাকার জন্য আম বাগান মালিকদের প্রতি আহবান জানানো হয়।
এ বছর অনুকুল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারনে আমের বাম্পার ফলন হয়েছে। শুরুর দিকে তীব্র তাপদাহে আমের গুটি কিছুটা ঝরে গেলেও তাতে ফলনে কোন প্রভাব পড়েনি বলে দাবী কৃষি বিভাগের। প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়লে ও দাম ভাল পেলে লাভবান হবে বলে আশা বাগান মালিক ও ব্যাবসায়ীদের।