মেহেরপুর নিউজ:
চলতি বছরে ৪ মাসে মেহেরপুর জেলায় অপমৃত্যুর সংখ্যা অর্ধশতক ছাড়ালো। মার্চ মাস পর্যন্ত মেহেরপুর জেলায় ৪৫ জনের অপমৃত্যু হয়েছিল। এপ্রিল মাসে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় ১২ জনের অপমৃত্যু হয়েছে।
এই চার মাসে মেহেরপুর জেলায় মোট অপমৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৭ জনে। এর মধ্যে এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২ জন এবং বিষপান ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ৮, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয় এবং এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়।
এপ্রিল মাসের ৫ তারিখে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর চােখতােলা নামক স্থানে শ্যালােইঞ্জিনচালিত আলগামন উল্টে জুয়েল রানা (৩৫) নামক এক মাছ চাষি নিহত হন। নিহত জুয়েল জেলার গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে। ৬ এপ্রিল নওপাড়া গ্রামে পেঁয়াজবাহী ট্রাকের চাপায় সামসুল হক (৭৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয। নিহত সামসুল হক নওপাড়া মধ্যপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।
১০ এপ্রিল সদর উপজেলার বুড়িপোতা গ্রামে পানিতে ডুবে মরিয়ম নামের দুই বছর বয়স এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।সে বুড়িপোতা গ্রামের আব্দুল মালেকের মেয়ে মরিয়ম। ২২ এপ্রিল গাংনী উপজেলার গোপালপুর গ্রামের ফুলতলার মাঠে অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়।
এদিকে এপ্রিল মাসে মেহেরপুর জেলায় মোট ৮ জন বিষ পান ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এর মধ্যে ৪ জন পুরুষ এবং ৪ জন মহিলা রয়েছে। আত্মত্যাগারীদের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৩ জন পুরুষ এবং ২ জন মহিলা। গাংনী উপজেলায় একজন পুরুষ এবং একজন মহিলা এবং মুজিবনগর উপজেলা একজন মহিলা রয়েছেন।