মেহেরপুর নিউজ:
মেহেরপুর সমাজ ও পরিবেশ উন্নয়ন সংগঠনের উদ্যোগে বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে থেকে র্যালিটি শুরু করে শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে র্যালিটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফারহানা আক্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মেহেরপুর সমাজ ও পরিবেশ উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক সুজন হোসেন, সদস্য মোঃ মফিজুল হক, শাহনাজ পারভীন, শামীমা, জেসমিন, বিথী, সাবরিনা আফরোজ প্রমুখ।