মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের গাংনী উপজেলার জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা দেয়া হয়। জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাহার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ হাদিয়্যূজ্জামান প্রিয়’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী, বিদ্যালয়ের শিক্ষার্থী হযরত আলী, সাদিয়া আক্তার, রিম্পা। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।