মেহেরপুর নিউজ:
মেহেরপুরে শুরু হয়েছে মেয়েদের কাবাডি প্রশিক্ষণ । তিন দিনব্যাপী মেয়েদের এ প্রশিক্ষণের আয়োজন করেছে জেলা ক্রীড়া অফিস ও ইউনিসেফ।
বুধবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাহা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনজেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নিরানী সেখানে বক্তব্য রাখেন। প্রশিক্ষণ শেষে সকলকে সনদ দেয়া হবে বলে জানান আয়োজকরা।