মেহেরপুর নিউজঃ
বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে গাড়িতে বিজ্ঞান ও ভ্রাম্যমান জাদুঘর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক সিফাত মেহনাজ ভ্রাম্যমান জাদুঘর পরিদর্শন করেন।পরিদর্শনকালে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম,জেলা শিক্ষা অফিসার হযরত আলী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর,আবির আনসারী, নাসরিন সুলতানা, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিকে এর আগে সকাল থেকে মেহেরপুরে গাড়িতে বিজ্ঞান। ভ্রাম্যমান বিজ্ঞান জাদুঘর পরিদর্শন করেন মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।