মেমহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা কর্ণধার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কর্ণাধর কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে কর্ণধার কমিটির সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা.এ কে এম আবু সাঈদ, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর , গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম রফিকুল হাসান, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সুপার সুপার ডাঃ শাহরিয়ার শায়লা জাহান,মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ আল আমিন,এলজিইডি নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল,জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া অফিসার আরিফ আহমেদ , কৃষি বিপনন কর্মকর্তা তারিকুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহামুদ।
এছাড়াও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রাশেদুল বশির খান, জেলা পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দিন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।