মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন গাংনী উপজেলার জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। গাংনী উপজেলা নবাগত উপজেলা নির্বাহী অফিসার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এসে পৌঁছালে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট এবং গার্ল গাইড এর সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করে।উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।পরে তিনি জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, ভলিবল, বাস্কেটবল, কারাতে, হকি খেলোয়াড়দের সঙ্গে পৃথক পৃথক সাক্ষাৎ করেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিবেশ এবং লেখাপড়া ও খেলাধুলার মান দেখে ভুওসি প্রশংসা করেন।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এসে পৌঁছালে বিদ্যালয় প্রধান শিক্ষক হাসান আল নূরানী তাকে স্বাগত জানান।