মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে মাধ্যমিক শিক্ষকদের ৩ দিনব্যাপী আইসিটির বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলে এ প্রশিক্ষণ শুরু হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক প্রশিক্ষনর্থীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণ গ্রহণ করে সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা শিক্ষা অফিসার হযরত আলী, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ৩ দিনব্যাপী এই প্রশিক্ষণে ১৮ জন মাস্টার ট্রেনার ১৫০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেবেন। মোট ৬ ব্যাচে মেহেরপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৯শ জন শিক্ষক অংশগ্রহণ করবে।