মেহেরপুর নিউজ :
মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের কাগমারী মাঠে বজ্রপাতে শফিকুল ইসলাম নামের এক কৃষকের দুটি গাভী মারা গেছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই সময় শফিকুল ইসলামসহ আরও কয়েকজন কৃষক মাঠে গরু চরাচ্ছিলেন। হঠাৎ প্রচণ্ড বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হলে শফিকুল ইসলামের দুটি গাভী ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া আরও কয়েকটি গরু আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় কৃষক ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণ পাওয়ার বিষয়েও আলোচনা চলছে।