মেহেরপুর নিউজ :
সরকার নির্ধারিত মূল্যে খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে মেহেরপুরে। বুধবার সকালে জেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এরশাদ আলী।
ওএমএস কার্যক্রমের আওতায় মেহেরপুর পৌরসভার পাশে এবং ওয়াপদা সড়কের খাদ্য গুদাম থেকে প্রতিদিন জন প্রতি ৫ কেজি করে চাল ৩০ টাকা কেজি দরে এবং আটা ২৪ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা দেব-দুত রায়সহ অন্যান্য কর্মকর্তারা।
সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের নিত্যপণ্যের বাজারে স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে।