মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাধীন তহবিল থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ তরিকুল ইসলাম উপস্থিত থেকে ৩৭ জন উপকারভোগীর হাতে মোট ২ লাখ ৭৭ হাজার টাকা বিতরণ করেন।
এই অনুদান বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এনডিসি মোঃ সাজেদুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এ ধরনের মানবিক উদ্যোগ জেলার অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান উপস্থিত কর্মকর্তারা।