গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে খাইরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ি খাইরুলের কাছ থেকে ২ লাখ ৯০ হাজার টাকা লুট করে নেয় ডাকাতদলের সদস্যরা।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের মৃত মিরাজুল ইসলামের ছেলে বাঁশ ব্যবসায়ি খাইরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী খাইরুল ইসলাম জানান, বাঁশ বিক্রির ২ লাখ ৯০ হাজার টাকা শােবার ঘরের বালিশের নিচে রেখে ঘুমাচ্ছিলাম। রাত আনুমানিক দেড়টার দিকে ৪-৫ জনের ডাকাতদল আমার ঘরে প্রবেশ করে। তারা আমাকে ছুরি দিয়ে ভয় দেখি বালিশের নিচে রাখা ২ লাখ ৯০ হাজার টাকা লুটে নেয়। চলে যাওয়া সময় একজন ডাকাতের মুখ বাঁধানাে কাপড় খুলে গেলে,আমি তাকে চিনে ফেলি।
এদিকে,খবর শুনে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গাংনী থানার (তদন্ত) ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,ঘটনার সাথে জড়িত একজন সনাক্ত ভূক্তভােগি। এ মামলা প্রক্রিয়াধীন। ঘটনা তদন্ত সাপেক্ষে জড়িতদের আটকের চেষ্টা চলছে।