মেহেরপুর নিউজ:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মেহেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মীর সাদিক, টেংরামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান, কুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, কালীগাংনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, মিনারুল ইসলাম, শাহিনা আক্তার এবং কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম সুইট প্রমুখ।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, শিক্ষক সমাজের উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।