সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনীতে আমীন সমাজ কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর জেলার গাংনী উপজেলার পূর্বমালসাদহ ধানসিঁড়ি রিসাের্ট সেন্টার ও রেষ্টুরেন্টে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আমীন সমাজ কল্যাণ সমিতির মেহেরপুর জেলা, মেহেরপুর সদর উপজেলা, গাংনী উপজেলা ও মুজিবনগর উপজেলা কমিটি গঠিত হয়।
মেহেরপুর জেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রমজান আলী, সাধারণ সম্পাদক আলাউদ্দীন, কােষাধাক্ষ আহসান হাবীব। মেহেরপুর সদর উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মকলেছুর রহমান, সাধারণ সম্পাদক মনােরুদ্দীন ও কােষাধাক্ষ ইভান আলী। গাংনী উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মুনসাদ আলী ও কােষাধাক্ষ আবু বক্কর। এছাড়া মুজিবনগর উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মজিদ,সাধারণ আহসান হাবীব ও কােষাধাক্ষ ওয়াসিম আলী।
কাউন্সিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সার্ভেয়ার গিয়াস উদ্দীন।
সভায় বক্তব্য রাখেন বিভিন্ন এলাকা থেকে আগত আমীনবৃন্দ।
এ দিকে নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।