মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী রাফিয়া ইসলাম মিথি চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে মেহেরপুর জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। তার মোট প্রাপ্ত নম্বর ১২৪৭।
মিথি মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের নুরুল ইসলাম ও মোসাম্মৎ ফারহানার জ্যেষ্ঠ কন্যা। শুরু থেকেই পড়াশোনার প্রতি ছিল তার বিশেষ মনোযোগ ও আগ্রহ। ভবিষ্যতে সে একজন চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করতে চায়।
সাফল্যের জন্য মিথি তার পিতা-মাতা এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে জানিয়েছে, তার এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান তাদেরই। সকলের কাছে সে ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছে।
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের এই অসাধারণ কৃতিত্ব জেলাবাসীকে গর্বিত করেছে।