মেহেরপুর নিউজ:
সফলতার গল্পগুলো কেবল ব্যক্তিগত অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তারা হয়ে ওঠে অন্যদের প্রেরণার উৎস। এমনই এক গল্প মেহেরপুরের আতিফ তাহশিনের। সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ ১২৪৫ নম্বর পেয়ে মেহেরপুর জেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই অর্জন আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
টেংরামারা গ্রামের আতিয়ার রহমান হীরা ও কনক চাঁপার সন্তান আতিফ। তার স্বপ্ন—একজন দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে চায়। আতিফ মনে করে, সাফল্য কেবল নিজের চেষ্টার ফল নয়; বাবা-মায়ের ভালোবাসা, শিক্ষকদের নিঃস্বার্থ সহযোগিতা ও নিজের অটল মানসিকতাই তাকে এই পর্যায়ে এনেছে।
আতিফ আমাদের দেখিয়ে দিয়েছে—ইচ্ছাশক্তি আর অধ্যবসায় থাকলে সীমান্ত ভেদ করে যে কেউ এগিয়ে যেতে পারে। তার জন্য রইলো শুভকামনা।
পাশাপাশি আমার প্রিয় বাবা আতিয়ার রহমান হীরা, মা কনক চাঁপা এবং বিদ্যালয়ের সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা সবসময় আমাকে সাহস দিয়েছেন, পাশে থেকেছেন।
ভবিষ্যতে আমি একজন দক্ষ ইঞ্জিনিয়ার হতে চাই এবং দেশের উন্নয়নে অবদান চাই। সকলের দোয়া চাই, যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।”