মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের বাসস্ট্যান্ডপাড়া এলাকায় বিদ্যুতের তার চুরির সময় হাতেনাতে ধরা পড়ে গেলেও এক চোর গায়ের গেঞ্জি ছিঁড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটালি প্রবাসী সার্থক আলীর বাড়ির নিচতলা থেকে বিদ্যুতের তার চুরি করে ব্যাগে ভরে স্বাভাবিকভাবে হাঁটছিল চোর। বিষয়টি লক্ষ্য করেন প্রতিবেশী গহরা খাতুন নামের এক সাহসী মহিলা। তিনি সন্দেহভাজন ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে চোর দৌঁড়ে পালাতে চেষ্টা করে।
তৎক্ষণাৎ গহরা খাতুন চোরকে জাপটে ধরে ফেলেন এবং চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসতে শুরু করলে, বেকায়দায় পড়ে চোর নিজের গায়ের গেঞ্জি ছিঁড়ে দিয়ে চুরি করা তার ফেলে রেখে খালি গায়ে পালিয়ে যায়।
ঘটনার পর এলাকাবাসী ওই চোরকে ধরার জন্য খোঁজ শুরু করলেও, সে আর ধরা পড়েনি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।