মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের গাংনী উপজেলার যুগিন্দা ফুটবল একাদশের আয়োজনে যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত যুগিন্দা ফুটবল টুর্নামেন্টে গাংনী থানাপাড়া একাদশ তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে।
রবিবার অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় গাংনী থানাপাড়া একাদশ টাইব্রেকারে ৪-১ গোলে আনন্দবাস একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হওয়ায় ট্রাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। টাইব্রেকারে থানাপাড়া একাদশ শ্বাসরুদ্ধকর খেলায় প্রতিপক্ষকে পেছনে ফেলে সেমিফাইনালে স্থান করে নেয়।
খেলায় গাংনী থানাপাড়া একাদশের জুবায়ের অসাধারণ পারফরম্যান্সের জন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন আল হোসেন।