মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে “চলচ্চিত্র প্রদর্শন”, “জুলাই স্মৃতিচারণ ভিডিও শেয়ার”, “নোটস অব জুলাই”সহ বিভিন্ন প্রচার কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ে প্রচারণা উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির আনসারী, হাবিবুর রহমান, শেখ তৌহিদুল কবীর, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, এনসিপি’র সদস্য আশিক রাব্বী প্রমুখ।