মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় মেহেরপুর শহরের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে, কলেজ মোড় এবং ওয়াপদা মোড় এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান।
অভিযানকালে ২০ বছরের অধিক পুরনো একটি বাস (আলহাজ্ব পাবনা জ-০৪-০০০৫) সড়কে চলাচল করায় চালকের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয় যে, তিনি ভবিষ্যতে এ যানবাহন আর সড়কে চালাবেন না।
এছাড়া মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় আরেক ব্যক্তির কাছ থেকেও এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী ২০ বছরের বেশি পুরনো বাস এবং ২৫ বছরের বেশি পুরনো ট্রাক সড়কে চলাচল নিষিদ্ধ।
মোবাইল কোর্ট পরিচালনার সময় বিআরটিএ’র সহকারী পরিচালক আতিয়ার রহমান, পরিদর্শক জিয়াউর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।