গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষরােপন কর্মসূচি পালন করা হয়েছে। গণঅভ্যুত্থান ২০২৪ এর জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রার “সবুজ পল্লবে,স্মৃতি অম্লান” এর অঙ্গিকারে কৃষকদলের সারাদেশের বৃক্ষরােপন কর্মসূচি পালন করা হচ্ছে। এ কর্মসূচীর অংশ হিসেবে
রবিবার বিকেলে কৃষকদলের উদ্যােগে বৃক্ষরােপন কর্মসূচি পালন করা হয়। গণঅভ্যুত্থান নিহতদের স্মরণে
বিদ্যালয়ের আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির গাছ রােপন করা হয়।
আয়োজনে সভাপতিত্ব করেন কাজীপুর মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হােসেন।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষকদলের আহবায়ক ও সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান।
আয়ােজনের উদ্বোধক ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মতিয়ার রহমান মােল্লা।
এসময় উপস্থিত ছিলেন হাড়াভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান পলাশ,হাড়াভাঙ্গা সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক ইকবাল হােসেন,কৃষকদল নেতা আক্তার হােসেনসহ কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।