গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে আইনশৃঙ্খলা ও চােরাচালানি প্রতিরােধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। এসময় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মুক্তিযােদ্ধা কমান্ডের আহবায়ক শামসুল আলম সোনা, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ-আল-আজিজ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমানসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।