মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা যুব সম্প্রদায়ের উদ্যোগে জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এ খেলায় স্বাগতিক জুগিন্দা একাদশ ১-০ গোলে আমলা একাদশকে পরাজিত করে।
জয়সূচক একমাত্র গোলটি করেন জুগিন্দা দলের খেলোয়াড় সাগর। তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তাকেই ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিজয়ী সাগরের হাতে তুলে দেন জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলাম।