মেহেরপুর নিউজ:
“ক্লীন স্কুল, গ্রীন স্কুল” গঠনের লক্ষ্যে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশবান্ধব কার্যক্রমের অংশ হিসেবে গাছের চারা, সুরক্ষিত বেড়া ও ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫টি করে গাছের চারা, সেগুলোর পরিচর্যার জন্য একটি সুরক্ষিত বেড়া ও একটি পরিবেশবান্ধব ডাস্টবিন বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন, সবুজ ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক। তিনি সরাসরি বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে এসব উপকরণ হস্তান্তর করেন।
বিতরণ কার্যক্রমে যেসব প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল, তারা হলো: মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল, সদর উপজেলার মদনাডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়, যাদুখালি মাধ্যমিক বিদ্যালয়, ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়, আমতৈল মানিকদিয়া মাধ্যমিক বিদ্যালয়, মিকোশিস মাধ্যমিক বিদ্যালয়, বামুন্দি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়, গাংনী পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ, হাজারিয়াদহ মহিশাখোলা মাধ্যমিক বিদ্যালয়, চিৎলা মাধ্যমিক বিদ্যালয়, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়, গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়, লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়, মুজিবনগর উপজেলার বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়।