মেহেরপুর নিউজ:
টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে টাইফয়েড টিকা ক্যাম্পেইন এডভোকেসী সভার আয়োজন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে মেহেরপুর সিভিল সার্জন অফিসের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
এডভোকেসী সভায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের গুরুত্ব, লক্ষ্য ও করণীয় বিষয়ে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার।
সভায় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাহারিয়া শায়লা জাহান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনজুমান আরা, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজু মুনীর, ডা. রফিকুল ইসলাম, জেলা শিক্ষক সমিতির সভাপতি ইসরাইল হোসেন এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ।
এছাড়াও সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলামসহ স্বাস্থ্য, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক খাতের বিভিন্ন প্রতিনিধি সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি ভয়াবহ ব্যাকটেরিয়াজনিত রোগ, যা শিশুদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। সময়মতো টিকা প্রদানের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। বক্তারা স্কুল ও মাদরাসা পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি টিকাদান কার্যক্রম সফল করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।