মেহেরপুর নিউজঃ
৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি গণমিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর কোর্ট সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাহবুবুল আলম, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, সদর উপজেলা আমির সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা আমির খান জাহান আলী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল প্রমুখ।
সমাবেশ শেষে মাওলানা তাজ উদ্দিন খানের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি সড়ক ও জনপদ বিভাগের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর মুক্তিযোদ্ধা সংসদের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে বিভিন্ন স্থান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল এসে সড়ক ও জনপদ বিভাগের সামনে সমবেত হলে তা জনসমুদ্রে রূপ নেয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণকালে পথচারী ও আশপাশের জনতা অংশগ্রহণকারীদের হাত নেড়ে অভিনন্দন জানান।