ফলোআপ
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জুন:
মেহেরপুরে জুয়া খেলার টাকা ভাগাভাগিকে কে কেন্দ্র করে নিহত দুই জনের লাশ মেহেরপুর শেখ পাড়া কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে। এবিষয়ে মেহেরপুর সদর থানায় পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে বলে জানান সদর থানার ওসি জাহাঙ্গির আলম।
সোমবার সকালে নিহত রিপন ও ইমরানের মেহেরপুর জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে দুপুর ২টা সময় কাথুলী বাসষ্ট্যান্ড পাড়ার রুহুল আমিনের ছেলে ইমরান কে জানাযার নামাজ শেষে শেখ পাড়া কবর স্থানে তার লাশ দাফন করা হয় বলে জানান নিহতের বাবা রুহুল আমিন। ওপর দিকে বিকাল ৫টার সময় হঠাৎ পাড়ার আনারুলের ছেলে নিহত রিপনের লাশ জানাযা শেষে সেখ পাড়া কবর স্থানে দাফন করা হয় বলে জানান নিহতের পরিবার। বাস্তব হলেও সত্য জুয়া খেলা কে কেন্দ্র করে একই দিনে কয়েক ঘন্টার ব্যাবধানে রিপন ও ইমরানের মৃত্যু হয়। আবার একই দিনে এক কবর স্থানে কয়েক ঘন্টার ব্যাবধানে দুই জন কে দাফন করা হলো ।
টি সৃত্র জানিয়েছে, সোমবার দুপুরে নিহত রিপনের পরিবার ও নিহত ইমরানের পরিবার থানায় কোন মামলা না করে একটি আপস মিমাংসা করেন। কোন পক্ষ থানায় মামলা না করায় পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। এ মামলায় নিহত রিপনের বড় ভাই লিটন ও শহরের মাঠ পাড়ার বাবুর ছেলে জনি কে পুলিশ রোববার সন্দ্ধ্যার সময় আটক করে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করেছে বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য,রোববার মেহেরপুর শহরের কাথুলী রোডে নায়েব বাগানে জুয়া খেলার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে মরাত্মক আহত ইমরান (২০) মারা গেছে। আরো একজন নিহত হয়েছে। মারাত্মক আহত ইমরান কে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওযার পথে রাত ৯টার সময় মারা গেছে। এদিকে এই হত্যাকান্ডের সাথে জড়িত রবিউল, জনি ও লিটন নামে তিনজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে রবিউল মারাত্মক আহত হওয়ায় রোববার রাতে পুলিশ প্রহরায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গত রোববার বেলা ৪টার সময় মেহেরপুর শহরের কাথুলী রোডে নায়েব বাগানে শহরের হঠাৎ পাড়ার আনারুলের ছেলে রিপন, ক্যাশব পাড়ার আবু তালেবের ছেলে রবিউল ও কাথুলী বাসস্টেন্ড পাড়ার রুহুল আমিনের ছেলে ইমরান তাস দিয়ে জুয়া খেলছিল। এসময় টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রক্তক্ষয়ি সংঘর্ষ বাধে। এসময় ধারালে অস্ত্রের আঘাতে রিপন ঘটনাস্থলে নিহত এবং ইমরান ও রবিউল মারাত্মক আহত হয়। আহত ইমরানের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে রাত ৯টার সময় মারা যায়।