মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন শামীম, আবীর আনসারী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান, কৃষি প্রকৌশলী সুবল চন্দ্র মন্ডল, পুলিশ পরিদর্শক বজলুর রহমান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলামসহ বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ।
এসময় কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং দারিয়াপুর বাজার কমিটির সভাপতি নূরে আলম সিদ্দিকী প্রমুখও উপস্থিত ছিলেন।