মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার গোপালপুরে গরু বহনকারী ট্রলির ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন ওই নারী রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই ট্রলি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠায়। ঘটনার পরপরই ট্রলিচালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়।