মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.কে.এম. নজরুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভর্তি কমিটি–২০২৫ এর আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাসানুজ্জামান।
এছাড়াও বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, মোঃ ফুয়াদ খাঁন, আফরোজ মেহেরুবা, সহকারী অধ্যাপক মঈনুল ইসলাম ও প্রভাষক এস. এম. আশরাফুল হাবিব প্রমুখ।