মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জুন:
মেহেরপুর সদর উপজেলার ময়ামারি গ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মহিলা শ্রমিক আহত হয়েছে। আহতরা হলেন, মনোয়ারা (৪৫) ও আরজিনা (৫২)। বর্তমানে তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক জানান, আহতদের অবস্থা আশংকা মুক্ত।
জানা যায়, শনিবার সন্দ্ধ্যার দিকে নতুন দরবেশপুর গ্রামের ইউনুচ আলীর স্ত্রী মনোয়ারা ও একই গ্রামের আনছারের স্ত্রী আরজিনা আমঝুপি ইউনিয়নের ময়ামারি গ্রামে কচু তোলার কাজ শেষে আলগামন যোগে বাড়ি ফিরছিল। ফেরার পথে ময়ামারি গ্রামের ভিতরে অপর একটি আলগামন পিছন দিক থেকে এসে ধাক্কা মারলে আলগামনে থাকা মনোয়ার ও আরজিনা ছিটকে নিচে পড়ে যায় এবং রক্তাক্ত জখম হয়।
এ সময় সাথে থাকা অন্য শ্রমিকরা তাদের কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।